
ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি সুখ্যাতির মূলে রয়েছে সুদক্ষ গভর্নিং বডি, মেধাবী ও যোগ্যতাসম্পন্ন শিক্ষকমণ্ডলী এবং যথাযথ নিয়মানুবর্তিতা। প্রতিষ্ঠানটিতে যুগের চাহিদা পূরণের লক্ষ্যে আধুনিক ও বাস্তবসম্মত পদ্ধতিতে পাঠদান করা হচ্ছে এবং শিক্ষাবোর্ড নির্দেশনা অনুযায়ী পরীক্ষা গ্রহণ করে দ্রুতততর সময়ে ফলাফল প্রকাশ করা হচ্ছে । শিক্ষার্থীদের পাঠোন্নতির লক্ষ্যে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে চলেছেন প্রতিটি শিক্ষক। প্রতিষ্ঠাকাল হতেই এ প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তার করে এ অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে প্রতিনিয়ত । আগামি দিনগুলোতে অত্র কলেজের পাঠদান পদ্ধতির গুণগত মান আরো বৃদ্ধি করে সকল ক্ষেত্রে আরো শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা প্রতিষ্ঠা করে নতুন যুগ সূচিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।